ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
সিঙ্গাপুরে আইইএলটিএস ছাড়াই মিলবে স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত
ডুয়া ডেস্ক: সিঙ্গাপুর দক্ষিণ–পূর্ব এশিয়ার একটি আধুনিক দ্বীপ রাষ্ট্র ও শহরভিত্তিক দেশ। উচ্চশিক্ষার জন্য দেশটি বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী সিঙ্গাপুরে উচ্চশিক্ষা গ্রহণে যান। এর অন্যতম কারণ হলো—বিশ্বের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সিঙ্গাপুরে অবস্থিত, পাশাপাশি নতুন নতুন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানও সেখানে কার্যক্রম শুরু করছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে (Full Free Scholarship) উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে।
কেন গন্তব্য হিসেবে সিঙ্গাপুর সেরা?
উন্নত জীবনমান, বহু-সাংস্কৃতিক পরিবেশ ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার জন্য সিঙ্গাপুর বিশ্বজুড়ে সমাদৃত। তবে শিক্ষার্থীদের জন্য মূল আকর্ষণ হলো:
বিশ্ব র্যাংকিংয়ে থাকা প্রথম সারির বিশ্ববিদ্যালয়;
পড়াশোনা শেষে চাকরির শক্তিশালী বাজার ও ক্যারিয়ার গড়ার সুযোগ;
ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম।
ভাষাগত দক্ষতার সহজ সমাধান
২০২৬ সালের ভর্তি প্রক্রিয়ায় সিঙ্গাপুরের বেশ কিছু বিশ্ববিদ্যালয় তাদের ভাষা সংক্রান্ত শর্তাবলি শিথিল করেছে। প্রথাগত আইইএলটিএস স্কোরের পরিবর্তে শিক্ষার্থীরা এখন বিকল্প নথিপত্র জমা দিতে পারবেন। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হলো ‘মিডিয়াম অব ইনস্ট্রাকশন’ (MOI) লেটার, যা প্রমাণ করে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। এছাড়া টোয়েফল (TOEFL), পিটিই (PTE) কিংবা ডুয়োলিঙ্গো (Duolingo)-এর মতো তুলনামূলক সহজ পরীক্ষার স্কোর দিয়েও ভর্তির আবেদন করা যাবে। কোনো কোনো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেও প্রার্থীর ইংরেজি দক্ষতা যাচাই করে থাকে।
যেসব বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে
সিঙ্গাপুরের বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াই ভর্তি ও স্কলারশিপের দরজা খুলে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
১. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (NUS): স্নাতক, মাস্টার্স ও পিএইচডি—সব পর্যায়েই আবেদনের সুযোগ রয়েছে। ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে এমওআই (MOI) লেটার গ্রহণযোগ্য।
২. নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU): প্রকৌশল, বিজ্ঞান ও বিজনেস অনুষদে টোয়েফল, পিটিই বা এমওআই সনদের মাধ্যমে আবেদন করা যাবে।
৩. সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি (SMU): আইন, সমাজবিজ্ঞান ও বিজনেস বিষয়ে পড়ার জন্য ইন্টারভিউ বা ইংরেজি মাধ্যমের সনদ গ্রহণ করা হয়।
৪. সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (SUTD): আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের জন্য এটি চমৎকার গন্তব্য।
৫. সিঙ্গাপুর ইনস্টিটিউট অব টেকনোলজি (SIT): অ্যাপ্লায়েড সায়েন্স ও হেলথ সায়েন্সে আগ্রহীরা এখানে আবেদন করতে পারেন।
একনজরে ২০২৬ সালের ফুল ফান্ডেড স্কলারশিপগুলো
সিংগা বৃত্তি (সিঙ্গাপুর সরকারি বৃত্তি);
এনইউএস স্নাতক বৃত্তি (আসিয়ান);
এনটিইউ গবেষণা বৃত্তি;
এসএমইউ গ্লোবাল ইমপ্যাক্ট বৃত্তি;
অ্যাস্টার (A*STAR) বৃত্তি।
প্রয়োজনীয় কাগজপত্র
একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
এমওআই (MOI) লেটার;
পাসপোর্ট কপি;
সিভি বা রিজিউম;
স্টেটমেন্ট অব পারপাস (এসওপি);
রেকমেন্ডেশন লেটার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)