ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

শেষ হলো শহীদ আবু সাঈদ হ'ত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

২০২৬ জানুয়ারি ১৩ ১৭:৫৯:০৫

শেষ হলো শহীদ আবু সাঈদ হ'ত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার মধ্য দিয়ে মোট ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার ২৫ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে টানা চারদিন ধরে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার বিকেলে এই জেরা শেষ হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

নিয়মানুযায়ী রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের সাফাই সাক্ষ্য নেওয়ার সুযোগ থাকলেও আসামিপক্ষ থেকে এমন কোনো আবেদন করা হয়নি। তবে আসামিপক্ষের অন্যান্য কিছু আবেদন থাকায় মামলায় যুক্তিতর্ক (Arguments) উপস্থাপনের তারিখ নির্ধারণের জন্য আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে কারাগার থেকে গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। মামলার অন্য ২৪ জন আসামি, যার মধ্যে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদও রয়েছেন, এখনও পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী আইনি লড়াই পরিচালনা করছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ৩০ জুন অভিযোগ আমলে নেওয়ার পর ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা হয়েছিল। আবু সাঈদ হত্যার এই বিচারকে জুলাই বিপ্লবের ন্যায়বিচার নিশ্চিতের পথে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (১৩ জানুয়ারি)

আজকের মুদ্রা বিনিময় হার (১৩ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমবর্ধমান হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনের চাহিদাও বেড়ে চলেছে।... বিস্তারিত