ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

পে স্কেলের সময় হলেই তারিখ ঘোষণা হবে: অর্থ উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ১৩ ১৩:৪২:৫০

পে স্কেলের সময় হলেই তারিখ ঘোষণা হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পে স্কেল নিয়ে গঠিত পে কমিশনের কার্যক্রম চলমান রয়েছে এবং তারা কোনোভাবেই থেমে নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। নিরবচ্ছিন্নভাবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, উপযুক্ত সময়ে একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে, তখন এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা জানান, পে স্কেল সংক্রান্ত বিষয়ে বর্তমানে আরও দুটি কমিশন কাজ করছে জুডিশিয়ারি পে কমিশন এবং সশস্ত্র বাহিনী পে কমিশন। এসব কমিশন তাদের সুপারিশ জমা দিলে সার্বিকভাবে বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল কার্যকর করা হবে কি না এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পে কমিশন এ সংক্রান্ত কাজ চালিয়ে যাচ্ছে এবং কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই পে স্কেল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ভারী ও হালকা যানবাহন চালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

জ্বালানি সরবরাহকে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, এ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে পুলিশের ব্যবহারের জন্য বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে বলেও জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত