ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন ব্যর্থ

২০২৬ জানুয়ারি ১২ ২৩:১০:৪৯

ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো' (ISRO)-র একটি গুরুত্বপূর্ণ মিশন যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা দ্বীপের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ১৫টি স্যাটেলাইট নিয়ে উড্ডয়ন করা পিএসএলভি-সি৬২ (PSLV-C62) রকেটটি নির্ধারিত পথ থেকে ছিটকে পড়েছে। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একে বড় ধরনের একটি ধাক্কা ও ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

ইসরো জানিয়েছে, রকেটটি একটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহসহ দেশি ও বিদেশি গ্রাহকদের আরও ১৪টি বাণিজ্যিক পেলোড বহন করছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসরো জানায়, চার ধাপের উৎক্ষেপণযান পিএসএলভি-সি৬২ তৃতীয় ধাপের শেষ পর্যায়ে একটি ‘অস্বাভাবিক পরিস্থিতির’ মুখে পড়ে। ফলে রকেটটি তার নির্ধারিত কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায়।

ইসরোর প্রধান ভি নারায়ণন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রকেটটির উড্ডয়ন দৃশ্য সরাসরি সম্প্রচার করার সময় দেখা যায় যে এটি স্বাভাবিকভাবেই আকাশে ছুটছে। কিন্তু তৃতীয় ধাপের শেষের দিকে যানটিতে হঠাৎ অস্থিরতা দেখা দেয় এবং সেটি উড্ডয়নপথ থেকে সরে যায়। তবে ঠিক কী ধরনের ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, পিএসএলভি (PSLV) রকেটকে ইসরোর অন্যতম নির্ভরযোগ্য বাহন হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ভারতের প্রথম চন্দ্র অভিযান ও মঙ্গল অভিযানের কক্ষপথযানও এই রকেটের মাধ্যমে সফলভাবে পাঠানো হয়েছিল। ২০১৭ সালে একযোগে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ডও গড়েছিল এই যানটি। দীর্ঘ বিরতির পর এমন এক নির্ভরযোগ্য বাহনের ব্যর্থতায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা।

ভারত গত কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় অভূতপূর্ব সাফল্য দেখিয়ে আসছিল। ২০২৩ সালে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল ভারতের মনুষ্যবিহীন যান। ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর যে উচ্চাভিলাষী পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতে নিয়েছেন, পিএসএলভি-র এই ব্যর্থতা সেই অগ্রযাত্রায় কিছুটা হলেও বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত