ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুনে আসামে আতঙ্ক

২০২৬ জানুয়ারি ১২ ১৬:৪৯:১৬

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুনে আসামে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ আকাশ থেকে একটি অজ্ঞাত গ্যাস বেলুন নেমে আসায় ভারতের আসাম রাজ্যের কাছার জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, বেলুনটি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সেখানে এসে পড়েছে, যা ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার আসামের কাছার জেলার বরখোলা এলাকার একটি মাঠ থেকে বিশাল আকৃতির ওই গ্যাস বেলুনটি উদ্ধার করা হয়। অস্বাভাবিক এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাছার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। এ তথ্য পাওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হঠাৎ করে বড় আকারের বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। আকার ও অজানা উৎসের কারণে মানুষ প্রথমে ভীত হয়ে পড়ে। এরপর গ্রামবাসীরা ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) বিষয়টি জানান।

ভিডিপির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পর কাছার জেলা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছায়। এ সময় জেলা পুলিশের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাস নিজেও ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাটি দেখতে আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বেলুনটি কীভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কাছার জেলায় এসে পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত