ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প

২০২৬ জানুয়ারি ১২ ১৪:১২:১৩

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। তিনি এ খবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন।

রোববার (১১ জানুয়ারি) ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিউইয়র্কে মার্কিন সেনাবাহিনী।

উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মাদুরো ও সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। এই সামরিক অভিযানে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।

ভেনেজুয়েলা জ্বালানি তেলের সমৃদ্ধ দেশ। ট্রাম্প অপহরণের পর ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল সম্পদ এখন থেকে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভবিষ্যতে এই তেল সম্পদের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে থাকবে, তবে ‘উপযুক্ত সময়ে’ পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

মাদুরো অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। সেনাবাহিনীও দেলসিকে সমর্থন দেয়।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেলসি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করবেন। একই সময়ে ট্রাম্পও নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত