ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক শোক
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে তিনি শোক বইয়ে স্বাক্ষর করার পাশাপাশি মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, দ্বিপাক্ষিক সৌজন্যের অংশ হিসেবেই বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন শেহবাজ শরীফ।
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান হাইকমিশনের কর্মকর্তারা।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিকেলে শোক বইয়ে স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী এবং কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।
শোক বইয়ে স্বাক্ষর শেষে শেহবাজ শরীফ বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে তিনি মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বক্তব্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এছাড়া, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ টেনে ভবিষ্যতে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক জানাতে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হওয়ায় ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার জানাজায় অংশ নিতে ঢাকায় সফর করেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ