ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গাড়ি ও জমি জব্দের নির্দেশ

২০২৬ জানুয়ারি ০৫ ১৫:৩২:৫০

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গাড়ি ও জমি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে থাকা বিপুল সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জব্দের আওতায় রয়েছে তাঁর মালিকানাধীন তিনটি গাড়ি এবং মোট ৬ দশমিক ২২ একর জমি, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৭৭৯ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন উপপরিচালক জাহাঙ্গীর আলম। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতায় থাকাকালে আনিসুল হক তাঁর পদ ও প্রভাবের অপব্যবহার করেছেন।

আবেদনে আরও বলা হয়, আনিসুল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ মোট ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। তদন্তে দেখা গেছে, তাঁর নামে থাকা ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার টাকা জমা হয় এবং সেখান থেকে ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

দুদক জানায়, আনিসুল হকের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ করা জরুরি। তা না হলে সম্পদ বিক্রি বা হস্তান্তরের আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত