ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

পদ্মা অয়েলের ডিভিডেন্ড অনুমোদন

২০২৬ জানুয়ারি ০৩ ২১:১২:০৬

পদ্মা অয়েলের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েল পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের জন্য বড় সুখবর দিয়েছে। কোম্পানিটি ২০২৪–২৫ অর্থবছরের জন্য শেয়ারপ্রতি ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত পদ্মা অয়েল পিএলসির ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এই ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়। সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের উপস্থিতিতেই ডিভিডেন্ড ঘোষণাটি গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

এজিএমে সভাপতিত্ব করেন পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সচিব এ কে এম জাফর উল্লা খান। সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনলাইনে যুক্ত শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্থিক পারফরম্যান্স ও সামগ্রিক ব্যবসায়িক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

সভাকালে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান। এ সময় কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক স্থিতিশীলতা ও পরিচালন কৌশল নিয়েও আলোচনা হয়।

ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন পরিচালক গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুব পাভা, মো. জাকির হোসেন, মো. তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, মো. রহিম উদ্দিন তুষার শাহীন এবং ব্রুহতুদ্দিন আখতার রশিদ। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, সিএফও ফারুক আলী, কোম্পানি সচিব আহসান আলী রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভা শেষে শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান। এরপর আনুষ্ঠানিকভাবে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত