ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ তৈরি করা জরুরি: সালাহউদ্দিন আহমদ

২০২৬ জানুয়ারি ০২ ১৯:৫৭:০৮

নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ তৈরি করা জরুরি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভোটারদের স্বাভাবিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নির্বাচনের মাঠে সকলের জন্য সমান সুযোগ তৈরি করা জরুরি, এবং সেটি নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণকে মিলিতভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এবার জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। যেহেতু ভোটাধিকার মুক্ত ও স্বাধীন পরিবেশে প্রয়োগ করা সম্ভব, তাই আইনশৃঙ্খলা বাহিনীরও সহায়ক ভূমিকা থাকা জরুরি।

এর আগে, কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। এই আসনে মোট ৫ প্রার্থী মনোনয়ন জমা দেন। তবে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষিত অন্য দুই প্রার্থী হলেন আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামি) এবং মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।

দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সালাহউদ্দিন আহমদ দৈনিক আমার দেশের কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন।

গণফোরামের প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানান, আজ রাতেই সালাহউদ্দিন আহমদ পেকুয়ায় অবস্থান করবেন এবং আগামীকাল সন্ধ্যায় তিনি বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত