ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

বিটিআরসির নতুন মহাপরিচালক হলেন শাহজাদ পারভেজ মহিউদ্দিন

২০২৬ জানুয়ারি ০১ ১৮:৩৫:০৪

বিটিআরসির নতুন মহাপরিচালক হলেন শাহজাদ পারভেজ মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, শাহজাদ পারভেজ মহিউদ্দিনকে বিটিআরসির মহাপরিচালক হিসেবে নিয়োগের লক্ষ্যে তাঁর চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

একই আদেশে বিটিআরসির বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামানকে তাঁর বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর চাকরি পুনরায় সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত