ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

বিশ্ব গণমাধ্যমের চোখে বেগম খালেদা জিয়ার বিদায়

২০২৫ ডিসেম্বর ৩১ ২০:৪০:১০

বিশ্ব গণমাধ্যমের চোখে বেগম খালেদা জিয়ার বিদায়

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে রাজধানী ঢাকায় যে অভূতপূর্ব জনস্রোত তৈরি হয়েছে, তা বিশ্ব গণমাধ্যমের নজর কেড়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই ‘আপসহীন নেত্রী’কে সমাহিত করার ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিবিসি, আলজাজিরা ও দ্য গার্ডিয়ানসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে— “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদার জানাজায় মানুষের শোক।” কাতারের আলজাজিরা শিরোনাম করেছে, “শোকাহত বাংলাদেশে খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল জনতার সমাগম।” তুরস্কের টিআরটি এবং ফরাসি বার্তাসংস্থা এএফপি বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ও পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় জানানোর বিষয়টি সামনে এনেছে।

ব্যতিক্রমী শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তারা লিখেছে, “একটি যুগের অবসান: নিজেদের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সমাহিত করল বাংলাদেশ।” ফরাসি সংবাদপত্র লঁ মন্ত বর্ণনা দিয়েছে কীভাবে হাজার হাজার মানুষ কফিনের পেছনে হেঁটে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

দক্ষিণ এশিয়ার গণমাধ্যমগুলোতেও এই জানাজা ছিল প্রধান খবর। ভারতের এএনআই লিখেছে, “খালেদা জিয়ার শেষ বিদায়ের জন্য ঢাকায় জড়ো হলো জনসমুদ্র।” পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন তারেক রহমানের নেতৃত্বে জানাজার মোনাজাত ও শোকাহত মানুষের কথা তুলে ধরেছে। অন্যদিকে মালয়েশিয়ার বার্নামা ও অস্ট্রেলিয়ার এবিসি জানিয়েছে, স্বামীর পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন এই প্রবীণ নেত্রী। চীনা গণমাধ্যমগুলোও বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

মূলত লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দক্ষিণ এশীয় নেতাদের উপস্থিতিকে বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিন থেকেই দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত