ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

জানাজায় বিপুল সমাগম: মৃত ব্যক্তির জন্য আল্লাহর বিশেষ রহমতের বার্তাবাহক

২০২৫ ডিসেম্বর ৩১ ২০:০৫:৫৫

জানাজায় বিপুল সমাগম: মৃত ব্যক্তির জন্য আল্লাহর বিশেষ রহমতের বার্তাবাহক

ধর্ম ডেস্ক:ইসলামি বিধিবিধান অনুযায়ী, কোনো মুসলিমের মৃত্যুর পর তার কাফন-দাফন এবং জানাজার নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জানাজার নামাজে মানুষের বিপুল সমাগম কেবল লৌকিকতা নয়, বরং এটি মৃত ব্যক্তির জন্য পরকালীন সৌভাগ্যেরও বার্তাবাহক। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) জানাজার গুরুত্ব ও এতে উপস্থিত মুসল্লিদের আধিক্যের বিষয়ে বিশেষ সুসংবাদ দিয়েছেন।

হাদিস অনুযায়ী, জানাজা ও দাফন কার্যে অংশ নেওয়ার সওয়াব অপরিসীম। রাসুল (সা.) বলেছেন, কোনো ব্যক্তি জানাজা আদায় করলে এক ‘কিরাত’ এবং দাফন পর্যন্ত উপস্থিত থাকলে দুই ‘কিরাত’ সওয়াব লাভ করেন। এই এক কিরাতের পরিমাণ হলো পবিত্র উহুদ পাহাড়ের সমান। এছাড়া জানাজা দ্রুত সম্পন্ন করার ব্যাপারেও ইসলামে কঠোর তাগিদ দেওয়া হয়েছে।

জানাজায় মুসল্লির সংখ্যা যত বেশি হয়, মৃত ব্যক্তির জন্য তা তত বেশি কল্যাণ বয়ে আনে। সহিহ মুসলিমের এক হাদিসে বর্ণিত হয়েছে, যদি কোনো মৃত ব্যক্তির জানাজায় একশোজন মুসলমান অংশ নিয়ে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তবে আল্লাহ সেই সুপারিশ কবুল করেন। অপর এক বর্ণনায় বলা হয়েছে, জানাজায় যদি এমন চল্লিশজন মুমিন উপস্থিত হন যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন না, তবে আল্লাহ ওই মৃত ব্যক্তির ব্যাপারে তাঁদের দোয়া ও সুপারিশ কবুল করে নেন।

মূলত জানাজায় মুমিনদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মৃত ব্যক্তির মাগফিরাত বা ক্ষমা প্রাপ্তির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। তাই জানাজায় বিপুল জনসমাগমকে মৃত ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও সৌভাগ্য হিসেবে গণ্য করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত