ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদপ্তর

২০২৫ ডিসেম্বর ৩১ ১২:৩০:৩৩

শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিনদিন শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

শোক পালনকালে তাঁর রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার ব্যবস্থাও রাখা হয়েছে।

রাষ্ট্রীয় শোক কর্মসূচির কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা, যা আগামী ২ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা পিছিয়ে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) আয়োজন করা হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ওইদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত