ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
সালতামামি ২০২৫: ক্রীড়াঙ্গনের ওঠাপড়া আর সাফল্যের আলোকছটা
সরকার ফারাবী: ২০২৫ বিদায়ের প্রান্তে এসে দাঁড়িয়েছে। নতুন বছরের ভোর ধীরে ধীরে আলো ফেলে দিচ্ছে। পেছনে তাকালে চোখে পড়ে এক বছরের জমে থাকা স্মৃতি কোথাও উচ্ছ্বাসের হাসি, কোথাও হতাশার দীর্ঘশ্বাস, আবার কোথাও ইতিহাস ছুঁয়ে ফেলার নীরব গর্ব। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই বছরটি ছিল সংগ্রাম, বিদ্রোহ, বিদায় এবং বিজয়ের এক যৌথ কাব্য।
ফুটবলের নতুন আলো: হামজা চৌধুরী
২০২৫ সালে বাংলাদেশ ফুটবলের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র নিঃসন্দেহে হামজা চৌধুরী। লাল-সবুজের জার্সিতে তার অভিষেক ছিল শুধু একজন প্রবাসী ফুটবলারের মাঠে নামা নয়; এটি দীর্ঘদিন ঘুমিয়ে থাকা স্বপ্নকে জীবন্ত করে তোলার সাহসী মুহূর্ত। গ্যালারিতে ফিরল প্রাণ, সামাজিক যোগাযোগমাধ্যমে জন্ম নিল নতুন উন্মাদনা।
৫ মার্চ ২০২৫, শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ড্রয়ে থামতে হয় বাংলাদেশকে। কূলে এসে তরী ডোবার মতো অনুভূতি। তবে অপেক্ষা দীর্ঘ হয়নি পরের ম্যাচে নেপালের বিপক্ষে হেডে গোল করে তিনি নিশ্চিত করলেন নিজের উপস্থিতি।
ছয় মাসের মধ্যে সাত ম্যাচে চার গোল করা হামজা হয়ে উঠেছেন দলের নির্ভরতার নাম। সবচেয়ে স্মরণীয় অবদান আসে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে, যেখানে তার উপস্থিতি গড়ে দিয়েছে অটল রক্ষণভিত্তি। জাতীয় দলে তার সঙ্গে নতুন করে যুক্ত হন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান হাকিম ও কিউবা মিচেল।
২০২৫ সালে ৪৫ বছরের অপেক্ষা ভেঙে বাংলাদেশ আবার এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। পুরো বছরে জাতীয় দল খেলেছে ১০টি ম্যাচ জয় তিনটি, হার তিনটি, ড্র চারটি। সংখ্যা নয়, আত্মবিশ্বাসের প্রত্যাবর্তনই বড় অর্জন।
সাবিনাদের বিদ্রোহ এবং ইতিহাস
বছরের শুরুতে নারী ফুটবল হয়ে ওঠে ‘টক অব দ্য কান্ট্রি’। সাবিনা খাতুন, সানজিদা, শামসুন্নাহার, ঋতুপর্ণা, মাসুরা ও মনিকাসহ ১৮ জন ফুটবলারের ‘কোচ হটাও’ আন্দোলনে কেঁপে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। দলীয় অস্থিরতা, অনিশ্চয়তা এবং চাপের মধ্যেও তারা থেমে থাকেনি।
আফঈদা খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয়। অনূর্ধ্ব-২০ নারী দলও একই সাফল্য অর্জন করে, প্রমাণ করে দেয় লড়াই কথায় নয়, খেলাতেও।
ফিফার নিষেধাজ্ঞা ও ঘরোয়া ফুটবলের রূপান্তর
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর ফিফা ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করে। উজবেক ফুটবলার সারদর জাখোনভের বকেয়া পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত আসে।
বছরের শেষ দিকে ঘরোয়া লিগ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) থেকে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে পরিচিত হয়। নাম বদললেও কাঠামোগত উন্নয়নের প্রশ্ন রয়ে যায়।
ক্রিকেটে ওঠানামার বছর
ক্রিকেটে ২০২৫ ছিল মিশ্র আবেগের বছর। ওয়ানডেতে প্রত্যাশিত পারফরম্যান্স কম, হতাশা বেশি। পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো জয় না পাওয়া সেই হতাশার শুরু।
পুরো বছরে ১১ ওয়ানডেতে জয় মাত্র তিনটি, হার সাতটি, একটি পরিত্যক্ত। টেস্টে ছয় ম্যাচে তিন জয়, দুই হার এবং এক ড্র। আয়ারল্যান্ড সফরে দুই-শূন্য জয় হলেও সামগ্রিক স্বস্তি আসে না।
টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে ১৫ জয়, ১৪ হার, একটি পরিত্যক্ত। ব্যাটিংয়ে আলো ছড়ান তানজিদ হাসান তামিম ৮১৪ রান, আটটি ফিফটি এবং ৪১টি ছক্কা। বোলিংয়ে মোস্তাফিজুর রহমান ১৫৮ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হন।
বোর্ডরুমের অস্থিরতা
বিসিবি সভাপতির পদ হারান ফারুক আহমেদ। অক্টোবরে নির্বাচন হয়ে নিয়মিত সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। তবে তার অধীনে প্রথম বিভাগ লিগ বর্জন করে আটটি ক্লাব, যা দেশের ক্রিকেট কাঠামোর ভেতরের অসন্তোষের ইঙ্গিত দেয়।
মুশফিকুর রহিমের শততম টেস্ট
নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ১০৬, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৩। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের মাত্র ১১তম ব্যাটার হিসেবে ইতিহাসে নাম লেখান তিনি।
জুনিয়র হকি: সীমাবদ্ধতা ভেঙে বিস্ময়
২৪ দলের বিশ্বকাপে ১৭তম হয়ে চ্যালেঞ্জার্স ট্রফি জয়। ফাইনালে অস্ট্রিয়াকে ৫–৩ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। আমিরুল ইসলাম ১৮ গোল, চারটি হ্যাটট্রিক এই সাফল্যের কেন্দ্রবিন্দু।
নীরব সাফল্য ও অন্যান্য অর্জন
নারী কাবাডিতে বিশ্বকাপে ব্রোঞ্জ, ইসলামিক সলিডারিটি গেমসে খই খই সাই মারমার রুপা, ঢাকায় এশিয়ান আর্চারিতে পদক, দাবায় নোশিন আনজুমের টানা তৃতীয় শিরোপা সব মিলিয়ে ২০২৫ প্রমাণ করেছে, বাংলাদেশের ক্রীড়া আলোকচ্ছটা শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল