ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

‘রাজনীতির মাঠে বিএনপি একা হয়ে পড়েছে’

২০২৫ ডিসেম্বর ২৯ ১৯:৩৮:১৭

‘রাজনীতির মাঠে বিএনপি একা হয়ে পড়েছে’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে বিএনপি একক অবস্থানে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তাঁর মতে, নির্বাচনী বাস্তবতায় বড় দলগুলোর অনুপস্থিতি ও নতুন জোটবদ্ধতার কারণে বিএনপি কার্যত একা হয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন জামায়াতের এই শীর্ষ নেতা।

নির্বাচনী প্রেক্ষাপট ব্যাখ্যা করে সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি অংশ নিতে পারছে না। অন্যদিকে জুলাই যোদ্ধারা একটি অভিন্ন প্ল্যাটফর্মে সংগঠিত হয়েছে। এই বাস্তবতায় বিএনপি ছাড়া মাঠে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী খুব একটা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যারা আগেই দাবি করেছিল এই নির্বাচন হবে না, তাদের ষড়যন্ত্র আপাতত ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে এবং জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

মনোনয়ন দাখিলের সময় জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমির আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াত এবং ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত