ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রিয় পোষা বিড়াল ‘জেবু’র অজানাকথা শোনালেন জাইমা রহমান

২০২৫ ডিসেম্বর ২৯ ১৪:৫৭:৪১

প্রিয় পোষা বিড়াল ‘জেবু’র অজানাকথা শোনালেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সঙ্গে লন্ডন থেকে ঢাকায় এসে নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাঁদের পোষা বিড়াল ‘জেবু’। লোমশ এই সাইবেরিয়ান বিড়ালটির বেড়ে ওঠা, স্বভাব এবং পরিবারের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা এবার ফেসবুকে তুলে ধরেছেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

জাইমা রহমান তাঁর পোস্টে জানান, জেবু কেবল একটি পোষা প্রাণী নয়, বরং তাঁদের পরিবারের একজন অবিচ্ছেদ্য সদস্য হয়ে উঠেছে। জেবুর বয়স প্রায় সাত বছর। তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বাসায় ফিরে আগে জেবুর খবর নিতেন, তারপর নিতেন জাইমার খবর। জাইমা আরও জানান, লন্ডনে তাঁর বাবার অনলাইন মিটিংগুলো চলাকালীন জেবু শান্ত হয়ে তারেক রহমানের কোলে গুটিসুটি মেরে বসে থাকত এবং আদর উপভোগ করত।

জাইমা জেবুর কিছু অদ্ভুত ও মজার স্বভাবের কথা উল্লেখ করে লিখেছেন, জেবু সাধারণ বিড়ালের মতো কখনো ‘মিউ মিউ’ করে ডাকে না। খুশি বা অবাক হলে সে পাখির মতো সুরেলা শব্দ করে। তবে অনুমতি ছাড়া কোলে নিলে হালকা গোঁ গোঁ শব্দে বিরক্তি প্রকাশ করে।

মহাদেশ পাড়ি দিয়ে নতুন পরিবেশে আসা জেবুর জন্য বেশ কষ্টকর এবং পরিবর্তনের এই ধাক্কাটি অনেক বড় বলে মনে করেন জাইমা। তিনি বলেন, “যেকোনো প্রাণীকে লালন-পালন করা মানে একটি বড় দায়িত্ব নেওয়া। জেবুর মাধ্যমেই আমাদের পরিবারের অনেকে ধৈর্য ও প্রাণীর প্রতি মমতা শিখেছে।” জাইমা বিশ্বাস করেন, যে ব্যক্তি অন্য জীবের দায়িত্ব নেয়, সে নিজের সম্পর্কে অনেক নতুন কিছু শিখতে পারে। তারেক রহমানের পরিবারের এই সেলিব্রেটি বিড়ালটির গল্প এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমাদৃত হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত