ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

রহিম টেক্সটাইলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিনিয়োগকারীদের শঙ্কা

২০২৫ ডিসেম্বর ২৮ ১৯:৫১:৫৭

রহিম টেক্সটাইলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিনিয়োগকারীদের শঙ্কা

নিজস্ব প্রতিবেদন: শেয়ারবাজারের সামগ্রিক মন্দা পরিস্থিতির মাঝেও রহিম টেক্সটাইল মিলস পিএলসির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ২৬.২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে এবং নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়িয়েছে। নিউ এশিয়া গ্রুপের এই প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহের শীর্ষ দশ গেইনার তালিকায় জায়গা করে নিয়েছে।

ডিএসইর তথ্য বিশ্লেষণ অনুযায়ী, ১৫ ডিসেম্বর রহিম টেক্সটাইলের শেয়ার প্রতি দর ছিল ১৮৩ টাকা ৭০ পয়সা। মাত্র পাঁচ দিনের ব্যবধানে তা বেড়ে ২৩২ টাকায় দাঁড়ায় এবং সপ্তাহ শেষে শেয়ারটি ২২৯.৬০ টাকায় লেনদেন হয়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এই আকস্মিক উল্লম্ফ পরিকল্পিত বাজার কারসাজির অংশ হতে পারে। তারা ধারনা করছেন, নিয়ন্ত্রক সংস্থার নজরদারি এড়াতে কৌশলীভাবে একেক সপ্তাহে বিভিন্ন কোম্পানির শেয়ার দর বৃদ্ধি করা হয়।

রহিম টেক্সটাইল একটি স্বল্প মূলধনী কোম্পানি হওয়ায় কম পুঁজির বিনিয়োগেও কৃত্রিম চাহিদা সৃষ্টি করা সম্ভব। বর্তমান নিম্নমুখী বাজারে যেখানে ছোটখাটো কারসাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেই, সেখানে এমন প্রবণতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোম্পানির আর্থিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রহিম টেক্সটাইল ২৫.৭৩ কোটি টাকার রাজস্ব অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। তবে প্রশাসনিক ও বিক্রয় ব্যয় কমানোর কারণে নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের ২০ লাখ টাকার বিপরীতে এবারের নিট মুনাফা দাঁড়িয়েছে ১.২১ কোটি টাকায়। এর ফলে শেয়ার প্রতি আয় বা ইপিএস ২২ পয়সা থেকে বেড়ে ১.২৮ টাকা হয়েছে।

মুনাফা বৃদ্ধির পাশাপাশি কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনাও শেয়ার দরে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের মে মাসে রহিম টেক্সটাইল উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছিল। নতুন যন্ত্রপাতি ও অবকাঠামো স্থাপনের জন্য ইতিমধ্যে ১৩.৭৩ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই সম্প্রসারণের মাধ্যমে সিমলেস ডাইড ফেব্রিক, সেলাই সুতা ও ইলাস্টিকসহ বিভিন্ন পণ্য উচ্চমূল্যে বাজারজাত করে মুনাফার ধারা আরও শক্তিশালী করার লক্ষ্য কোম্পানির।

উন্নত ব্যবসায়িক সম্ভাবনা এবং শেয়ার দরের অস্বাভাবিক উল্লম্ফ—এই দুইয়ের সমন্বয়ে রহিম টেক্সটাইল এখন বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থার বিশেষ নজরে রয়েছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত