ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

মাসে ৬০ হাজার টাকা বৃত্তিসহ বেইহাং ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ

২০২৫ ডিসেম্বর ২৮ ১৭:১০:৩১

মাসে ৬০ হাজার টাকা বৃত্তিসহ বেইহাং ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আকর্ষণীয় স্কলারশিপের ঘোষণা দিয়েছে চীন সরকার। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় চীনের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বেইহাং ইউনিভার্সিটি থেকে তিন বছর মেয়াদী স্নাতকোত্তর (মাস্টার্স) ও চার বছর মেয়াদী পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত বেইহাং ইউনিভার্সিটি (সাবেক বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকস) চীনের একটি মর্যাদাপূর্ণ ‘ডাবল ফার্স্ট ক্লাস’ বিশ্ববিদ্যালয়। আধুনিক গবেষণা সুবিধা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত।

যেসব বিষয়ে আবেদন করা যাবে:

অ্যারোনটিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স, এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সাইবার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট, ল (আইন) এবং হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে আবেদনের সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা:

নির্বাচিত শিক্ষার্থীরা নিম্নোক্ত সুবিধাগুলো পাবেন—

মাস্টার্স প্রোগ্রামে মাসিক ভাতা: ৩,০০০ ইউয়ান (প্রায় ৫২,০২৫ টাকা)।

পিএইচডি প্রোগ্রামে মাসিক ভাতা: ৩,৫০০ ইউয়ান (প্রায় ৬০,৬৯৬ টাকা)।

রেজিস্ট্রেশন ফি ও টিউশন ফি সম্পূর্ণ মওকুফ।

ক্যাম্পাসে বিনামূল্যে আবাসন সুবিধা।

সমন্বিত চিকিৎসা বিমা সুবিধা।

আবেদনের যোগ্যতা:

আবেদনকারীকে অবশ্যই অ-চীনা নাগরিক হতে হবে।

মাস্টার্সের জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে এবং পিএইচডির জন্য ৪০ বছরের নিচে হতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (আইইএলটিএস বা সমমান)।

প্রার্থী অন্য কোনো বৃত্তির আওতায় থাকা চলবে না।

প্রয়োজনীয় নথিপত্র:

আবেদনের সময় চীনা সরকার বৃত্তির আবেদন ফরম, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), গবেষণা প্রস্তাব (Research Proposal), দুটি সুপারিশপত্র (Recommendation Letters), পাসপোর্টের অনুলিপি, অপরাধকর্মে জড়িত না থাকার প্রত্যয়নপত্র এবং ভাষা দক্ষতার সনদ প্রয়োজন হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতির জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট পোর্টালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া এখানেক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ