ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

‘বারগেইন হান্টিংয়ে’শেয়ারবাজারে স্বস্তির হাওয়া

২০২৫ ডিসেম্বর ২৫ ২১:৫৩:৫৪

‘বারগেইন হান্টিংয়ে’শেয়ারবাজারে স্বস্তির হাওয়া

নিজস্ব প্রতিবেদক: ধারাবহিক দরপতন ও হতাশা কাটিয়ে দেশের শেয়ারবাজার আবারও ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতির স্পষ্টতা এবং অতিরিক্ত কমে যাওয়া (ওভারসোল্ড) শেয়ারগুলো কম দামে কেনার সুযোগ (বারগেইন হান্টিং) নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২.২ পয়েন্ট বা ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৮৮৪ পয়েন্টে থিতু হয়েছে। যদিও রাজনৈতিক অস্থিরতা ও বড় কোনো অনুঘটকের অভাবে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্কতা কাজ করেছে, তবুও আশাবাদী বিনিয়োগকারীদের সিলেক্টিভ শেয়ার সংগ্রহের ফলে বাজার শেষ পর্যন্ত ইতিবাচক ধারায় সপ্তাহ পার করেছে।

তবে সূচক বাড়লেও বাজারের তারল্য সংকটের চিত্র এখনও স্পষ্ট। ডিএসইতে গড় দৈনিক লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৭.৪ শতাংশ হ্রাস পেয়ে ৩ হাজার ৫৮৭ মিলিয়ন টাকায় নেমে এসেছে। গত সপ্তাহে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে টেক্সটাইল খাতে (১৭.৯%), এর পরেই ছিল খাদ্য খাত (১১.৭%) এবং ইঞ্জিনিয়ারিং খাত (১০.৭%)।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ খাতেই বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেয়েছেন। এর মধ্যে সার্ভিস সেক্টর ৪.৩ শতাংশ মুনাফা দিয়ে তালিকার শীর্ষে রয়েছে।

অন্যদিকে, সিরামিক খাতে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি লোকসানের (-০.৮%) মুখে পড়েছেন। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের আগমুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বাজারের এই ঘুরে দাঁড়ানোর প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত