ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

বিশেষ বুলেটপ্রুফ বাসে গন্তব্যে যাবেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৫ ১১:২৭:৩৩

বিশেষ বুলেটপ্রুফ বাসে গন্তব্যে যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বিমানবন্দর থেকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে আনা হয়েছে বিশেষভাবে প্রস্তুত একটি বুলেটপ্রুফ বাস। একই সঙ্গে বিমানবন্দর ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়।

সরেজমিনে দেখা গেছে, লাল ও সবুজ রঙের সংমিশ্রণে সজ্জিত এই বুলেটপ্রুফ বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি রয়েছে। বাসের গায়ে তারেক রহমানের দেওয়া জনপ্রিয় স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ প্রদর্শিত হয়েছে। নিরাপত্তার খাতিরে বাসের জানালাগুলো বিশেষভাবে সুরক্ষিত করা হয়েছে।

বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, দুপুর পৌনে ১২টায় অবতরণের পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তারেক রহমান এই বাসে চড়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি তাঁর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।

হাসপাতালে যাওয়ার পথে তিনি ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা সমাবেশে যোগ দেবেন। সেখানে লক্ষ লক্ষ নেতাকর্মীর উপস্থিতিতে তিনি এক সংক্ষিপ্ত ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সিআইপি গেটসহ বিমানবন্দরের স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি রাখা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

সিলেট হয়ে ঢাকার পথে তারেক রহমান, অবতরণ পৌনে ১২টায়

সিলেট হয়ে ঢাকার পথে তারেক রহমান, অবতরণ পৌনে ১২টায়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় জন্মভূমির আকাশে ডানা মেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট... বিস্তারিত