ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

সিলেট হয়ে ঢাকার পথে তারেক রহমান, অবতরণ পৌনে ১২টায়

২০২৫ ডিসেম্বর ২৫ ১১:১৩:০১

সিলেট হয়ে ঢাকার পথে তারেক রহমান, অবতরণ পৌনে ১২টায়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় জন্মভূমির আকাশে ডানা মেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘বিজি-২০২’ ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। সেখানে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বিমানটি পুনরায় উড্ডয়ন করে। এই ঐতিহাসিক যাত্রায় তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে কুড়িল-বিশ্বরোড থেকে শুরু করে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এখন জনসমুদ্রে রূপ নিয়েছে। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রিয় নেতাকে একনজর দেখতে এবং সংবর্ধনা জানাতে ওই এলাকায় সমবেত হয়েছেন। হাতে ব্যানার, ফেস্টুন আর জাতীয় ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা।

তারেক রহমানের আগমনী বার্তায় নেতাকর্মীদের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে। ঢাকার রাজপথ এখন প্রিয় নেতাকে বরণের অপেক্ষায় উন্মুখ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত