ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
সিলেটে হয়ে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, বিমানবন্দরে কড়া নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তারেক রহমানের এই যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো এলাকা গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। বিমানবন্দরগামী সড়কে বিশেষ চেকপোস্ট বসানোর পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বৈধ যাত্রী এবং তাদের স্বজন ছাড়া অন্য কাউকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে ওসমানী বিমানবন্দরে পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর এলাকায় প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।"
এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সিলেট বিমানবন্দরে অবতরণ করলেও তিনি বিমান থেকে নিচে নামবেন না। এ কারণে বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় ভিড় না করার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেটের দলীয় নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করতে বিমানবন্দর না গিয়ে বরং ঢাকার মূল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রাতের মধ্যেই রাজধানীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট ও বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ