ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
দেশে ইন্টারনেট শাটডাউন চিরতরে নিষিদ্ধ করল সরকার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখন থেকে ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা বন্ধ করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নাগরিক অধিকার সুরক্ষা ও ডিজিটাল স্বাধীনতা নিশ্চিত করতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৫২তম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন অধ্যাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ধারা ৯৭-এর সংশোধন, যার মাধ্যমে দেশব্যাপী বা আংশিকভাবে ইন্টারনেট শাটডাউন করার প্রশাসনিক সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, ভবিষ্যতে কোনো অবস্থাতেই টেলিযোগাযোগ সেবা বিচ্ছিন্ন করা যাবে না।
অধ্যাদেশের মাধ্যমে বহুল আলোচিত ও বিতর্কিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট (সিআইএস)’ নামে একটি নতুন প্রযুক্তিগত প্রতিষ্ঠান গঠন করা হবে। তবে এই প্রতিষ্ঠানটি সরাসরি কোনো নজরদারি করতে পারবে না; এটি কেবল কারিগরি সহায়তা দেবে। নজরদারি বা ‘লিগ্যাল ইন্টারসেপশন’-এর ক্ষেত্রে এখন থেকে আধা-বিচারিক কাউন্সিলের অনুমোদন এবং সংসদীয় তদারকি বাধ্যতামূলক করা হয়েছে।
নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কঠোর বিধান যুক্ত করা হয়েছে। সিম বা ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে হয়রানি বা নজরদারি করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-র স্বাধীনতা ফিরিয়ে দিয়ে লাইসেন্স অনুমোদনের ক্ষমতা পুনরায় কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে বিটিআরসিকে প্রতি চার মাসে অন্তত একবার গণশুনানি আয়োজন করতে হবে।
অভিব্যক্তির স্বাধীনতা রক্ষায় ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত নিবর্তনমূলক ধারাগুলোও সংশোধন করা হয়েছে। এখন থেকে কেবল ‘সহিংসতার আহ্বান’ জানানো হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে, অন্যথায় কারো বক্তব্যে হস্তক্ষেপ করা যাবে না। নজরদারি ব্যবস্থার অপব্যবহার রোধে আইনমন্ত্রীকে প্রধান করে একটি শক্তিশালী আধা-বিচারিক কাউন্সিল গঠন করা হয়েছে, যেখানে বেআইনি নজরদারির বিরুদ্ধে সংক্ষুব্ধ নাগরিকরা অভিযোগ করতে পারবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ