ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

নির্মল বায়ু ও নবায়নযোগ্য শক্তি প্রসারে ইয়ুথ ফর কেয়ার-এর কর্মশালা

পার্থ হক
পার্থ হক

রিপোর্টার

২০২৫ ডিসেম্বর ২৪ ১৭:০১:০০

নির্মল বায়ু ও নবায়নযোগ্য শক্তি প্রসারে ইয়ুথ ফর কেয়ার-এর কর্মশালা

পার্থ হক: নির্মল বায়ু ও নবায়নযোগ্য শক্তির প্রসারে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইয়ুথ ফর কেয়ার’ (Youth for CARE) প্লাটফর্মের ২০২৫ সালের বার্ষিক কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে দ্য আর্থ সোসাইটির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক, উন্নয়ন অংশীদার, সাংবাদিক এবং বিভিন্ন যুব সংগঠনের নেতারা অংশ নেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গত তিন বছরের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতে ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বাস্তবায়নসহ নবায়নযোগ্য শক্তি প্রসারে কার্যকর কর্মপরিকল্পনা নির্ধারণ করা।

বর্তমানে এই প্ল্যাটফর্মের সঙ্গে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, গ্রিন সেভার্স, ইয়ুথনেট, ইকো-নেটওয়ার্ক গ্লোবালসহ ১০টি শীর্ষস্থানীয় যুব সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে দেশে ২০ শতাংশ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্য অর্জনে জনসচেতনতা এবং নীতি অ্যাডভোকেসিতে এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সরকারের উপ-সচিব ও ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. সোহেল রানা বলেন, "নির্মল বায়ু ও নবায়নযোগ্য শক্তির লক্ষ্য অর্জনে যুব সমাজ, শিক্ষা খাত ও শিল্প খাতের মধ্যে সমন্বিত সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি মেধাবীদের দেশে ফিরিয়ে আনা বা 'রিভার্স ব্রেইন ড্রেইন' নিশ্চিত করাও জরুরি।"

ইয়ুথ ফর কেয়ার-এর ফেলো তানজিদ জিসান সকল অংশীদারদের একটি সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস বলেন, পরিবেশগত বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নীতি নির্ধারণে জনমত তৈরিতে স্বাধীন সাংবাদিকতার ভূমিকা অপরিসীম।

কর্মশালা শেষে ২০২৬ সালের জন্য নতুন কৌশলগত পদক্ষেপ এবং গবেষণা-ভিত্তিক নীতি ওকালতির ভবিষ্যৎ রূপরেখা চূড়ান্ত করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত