ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ছেন আসাদুজ্জামান

২০২৫ ডিসেম্বর ২৪ ১৬:৩৩:২১

অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ছেন আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার (২৪ ডিসেম্বর) নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান মো. আসাদুজ্জামান।

এর আগে মঙ্গলবার শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্রটি নেওয়া হয়।

মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।

এই আসনের নির্বাচনী ইতিহাস অনুযায়ী, ১৯৮৬ সালে আওয়ামী লীগের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, ১৯৯১ সালে বিএনপির আব্দুল ওহাব নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২ জুনের দুটি নির্বাচনেই বিজয়ী হন আব্দুল ওহাব। তবে ২০০১ সালের পর থেকে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকায় আতশবাজি ও ফানুস নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

ঢাকায় আতশবাজি ও ফানুস নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিনকে সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপনের জন্য নগরীতে সব... বিস্তারিত