ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

‘সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখতে হবে’

২০২৫ ডিসেম্বর ২৩ ২২:১৬:২৩

‘সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে মাঠপর্যায়ের প্রশাসনকে সরাসরি নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতে হবে এবং তাদের এলাকাছাড়া করতে হবে।

তিনি ডিসি ও এসপিদের উদ্দেশে বলেন, “সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখতে হবে। তা না হলে ওরাই আপনাদের দৌড়ের ওপর রাখবে।”

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় ইসি সানাউল্লাহ জানান, শিগগিরই যৌথ বাহিনীর সমন্বয়ে জয়েন্ট অপারেশন শুরু হবে। এ অভিযানের মূল লক্ষ্য হবে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের আইনের আওতায় আনা।

মতবিনিময় সভার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গুলিতে নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন, ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তার পরিবেশ তৈরি করা প্রশাসনের প্রধান দায়িত্ব। তিনি জানান, বর্তমানে ভোটকেন্দ্রিক নিরাপত্তা ডেপ্লয়মেন্ট পাঁচ দিনের হলেও সেটি ছয় দিনে বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে, যাতে মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে কাজ করা যায়।

চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে মোবাইল ও স্থায়ী চেকপয়েন্ট বসাতে হবে এবং সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিগুলোকে সক্রিয় রাখতে হবে। পাশাপাশি নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য গঠিত সেলগুলোকে কার্যকর করতে নির্দেশ দেন তিনি।

ইসি সানাউল্লাহ আরও বলেন, কমান্ড, কন্ট্রোল ও কো-অর্ডিনেশনের (থ্রি সি) মাধ্যমে সব বাহিনী কাজ করবে। প্রতিটি বাহিনী নিজ নিজ কমান্ডে থাকবে, তবে সমন্বয় হবে কেন্দ্রীয় সেলের মাধ্যমে, যাতে একই কাজে একাধিক বাহিনীর অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি না ঘটে।

শেষে তিনি বলেন, “প্রতিটি এলাকার মানুষ জানে কারা অপরাধী আর কারা দুষ্টচক্রের সঙ্গে জড়িত। এখন মানুষ ভোটমুখী। তারা চায় না কোনো বিশৃঙ্খলা হোক। এই বাস্তবতাকে কাজে লাগিয়ে নির্বাচনকে শান্তিপূর্ণ করতে হবে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত