ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

দলকে উপেক্ষা করে স্বতন্ত্র লড়বেন রুমিন ফারহানা

২০২৫ ডিসেম্বর ২৩ ১৮:২৮:১৪

দলকে উপেক্ষা করে স্বতন্ত্র লড়বেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি এবার বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের কাছে ছাড় দিয়েছে। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার পরিকল্পনা করছেন।

মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ইনশাআল্লাহ, সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল বা পরশু মনোনয়নপত্র কিনব। বিএনপি একটি বড় দল, তাদের নিজস্ব ভালো-মন্দ বিবেচনা করতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে তারা জোট করেছে, তাই আসন না দিলে জোটের নীতি ভঙ্গ হত। মূলত রাজনৈতিক বাধ্যবাধ্যতার কারণে দল এই আসন ছাড়েছে।’

স্বতন্ত্র প্রার্থী হলে দল কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘যদি ব্যবস্থা নিতে হয়, তারা নিশ্চয়ই নেবেন। আমি কাউকে বাধা দিতে পারব না।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত। রুমিন ফারহানার পাশাপাশি এখানে অন্তত অর্ধডজন প্রার্থী বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে নাম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন।

উল্লেখ্য, বিগত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই তাদের শরিকদের জন্য এই আসনটি ছাড়িয়ে দিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত