ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃ'ত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৬৫

২০২৫ ডিসেম্বর ২২ ২০:০০:৫৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃ'ত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৬৫

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৩৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং খুলনা বিভাগে ১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগগুলোতেও অল্প সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪০ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৬৭৪ জন রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৯৫৬ জন। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ৬২ দশমিক পাঁচ শতাংশ এবং নারী রোগী ৩৭ দশমিক পাঁচ শতাংশ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪১২ জন।

উল্লেখ্য, গত ২০২৪ সালে সারাদেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত