ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

ট্রাইব্যুনালে নিজেদের ফোনালাপের অডিও শুনে হাসলেন সালমান ও আনিসুল

২০২৫ ডিসেম্বর ২২ ১৮:৩৫:৫৩

ট্রাইব্যুনালে নিজেদের ফোনালাপের অডিও শুনে হাসলেন সালমান ও আনিসুল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে ‘গ্যাং অব ফোর’-এর সদস্য হিসেবে ছাত্র-জনতাকে সম্পূর্ণ নির্মূল করার নীল নকশা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দুই প্রতাপশালী ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলাকালীন এমন মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ এই চারজন মিলে একটি বিশেষ কমিটি বা ‘গ্যাং অব ফোর’ গঠন করেছিলেন। এদের দায়িত্বই ছিল নিরস্ত্র ছাত্র-জনতাকে কীভাবে হত্যা বা নিঃশেষ করা যায় তার পরিকল্পনা করা। তারা কোথায় কোন অস্ত্র ব্যবহার হবে, কাদের রিমান্ডে নেওয়া হবে এবং কখন কারফিউ জারি করা হবে—সবকিছুর সিদ্ধান্ত নিতেন।

শুনানির একপর্যায়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে ২০২৪ সালের ১৯ জুলাইয়ের একটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয়। অডিওতে শোনা যায়, আনিসুল হক ও সালমান এফ রহমান আন্দোলন দমনে দুটি পদ্ধতির কথা বলছেন—এক হচ্ছে কারফিউ দিয়ে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া, আর দ্বিতীয়টি হলো সামরিক শাসন জারি করা। আনিসুল হককে বলতে শোনা যায়, ‘এগুলো ফোনে বলা উচিত নয়’, তবুও তিনি আন্দোলনকারীদের নির্মূলের পরামর্শ দিচ্ছিলেন।

বিস্ময়কর বিষয় হলো, যখন ট্রাইব্যুনালে তাদের এই ফোনালাপটি বাজানো হচ্ছিল, তখন কাঠগড়ায় থাকা সালমান ও আনিসুল একে অপরের দিকে তাকিয়ে হাসেন এবং নিজেদের মধ্যে কথা বলেন।

প্রসিকিউশন পক্ষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগের ভিত্তিতে বিচার শুরুর আবেদন জানিয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানির জন্য আরও সময় প্রার্থনা করলে আদালত আগামী ৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। ওই দিন আসামিপক্ষ তাদের অব্যাহতি চেয়ে যুক্তি উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট পালানোর সময় গ্রেপ্তার হওয়া এই দুই ব্যক্তি বর্তমানে কারাগারে রয়েছেন। প্রসিকিউশনের দাবি, তাদের নির্দেশনা ও উসকানির মাধ্যমেই জুলাই-আগস্টে দেশজুড়ে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত