ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

শহীদ হাদির কবরে রোপণ হলো বিপ্লবের প্রতীক ‘রক্তজবা’

২০২৫ ডিসেম্বর ২০ ১৮:৫১:১৪

শহীদ হাদির কবরে রোপণ হলো বিপ্লবের প্রতীক ‘রক্তজবা’

নিজস্ব প্রতিবেদক: লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর বিপ্লবী স্লোগানের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। দাফন শেষে বিপ্লবের প্রতীক হিসেবে তার কবরের ওপর একটি ‘রক্তজবা’ ফুলগাছ রোপণ করেন সহযোদ্ধারা।

এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির স্মরণকালের অন্যতম বড় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট ও বিজয় সরণিসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

জানাজার আগে শহীদ হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গোসল করানো হয়। সেখান থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে বিশাল মিছিল নিয়ে মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। দাফন প্রক্রিয়া শেষেও ঢাবি ও শাহবাগ এলাকায় হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। এ সময় ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন সব স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন ছাত্র-জনতা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত