ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

টিউশন ফি নিয়ে নতুন সরকারি নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ১৮ ১৬:৫৯:৩৯

টিউশন ফি নিয়ে নতুন সরকারি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা মেনে টিউশন ফি নেওয়ার নিয়ম নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশিত হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে “বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত)” অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ফি ও টিউশন ফি সংগ্রহ নিশ্চিত করতে হবে। এছাড়া টিউশন ফি নীতিমালা-২০২৪ এর তফসিল ক, খ ও গ অনুযায়ী নির্ধারিত হারে ফি সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত