ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
মানবিক বাংলাদেশ গড়তে চাই: মঈন খান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মানুষকে প্রতারিত করে কোনো কাজ করা যাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশকে পুনরায় ফ্যাসিবাদী দেশে পরিণত হতে দেওয়া হবে না। অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে তিনি একটি মানবিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।
ড. আব্দুল মঈন খান বলেন, “বর্তমানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। ঢাকায় প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করছেন। ২০৫০ সালে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মহানগরীতে পরিণত হবে। এই শহরকে কার্যকরভাবে পরিচালনার দিকটি এখনই ভাবা প্রয়োজন। অর্থনৈতিকভাবে আমরা এখনও শক্তিশালী নই, তবে ইনফরমাল অর্থনীতির মাধ্যমে বেঁচে আছি। ভবিষ্যতের নেতৃত্ব যারা নেবেন, তাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যে কাজ মাত্র সাড়ে তিন বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ দেশের কল্যাণে নয়, নিজেদের স্বার্থে কাজ শুরু করেছে। তারা সমাজের ধনী শ্রেণি দিয়ে অলিগার্কি ব্যবস্থা কায়েম করেছে, যার ফলে দরিদ্র জনগণ আরও দরিদ্র হয়েছে।”
ড. মঈন খান বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা এখনও প্রকৃত গণতন্ত্র খুঁজে পাইনি। একাত্তরে মুক্তিযুদ্ধের জন্য মানুষ লড়াই করেছে। তাদের অর্থনৈতিক অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম হয়েছে। অতীত ও বর্তমান নেতৃত্বের দায়িত্ব হলো জনগণের সঙ্গে জবাবদিহি করা কেন তারা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে নতুন নেতৃত্ব কীভাবে সমস্যার সমাধান করবে।”
তিনি আরও বলেন, “আমরা বছরের পর বছর বিভিন্ন দিবস পালন করি। তবে অর্জন কতটুকু? আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনা প্রয়োজন এবং মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা জরুরি। প্রতিটি স্বৈরশাসক যখন মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, তখনই প্রতিবাদ ও বিদ্রোহ দেখা গেছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানুষের অনুভূতি বোঝে না এবং এটি নিষ্ঠুর হয়ে উঠেছে। নতুন নেতৃত্বের জন্য এটি স্পষ্ট করা প্রয়োজন।”
সভায় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র সহ-সভাপতি ডা. আবুল কেনান, ভারপ্রাপ্ত মহাসচিব ডা. খালেকুজ্জামান দীপু, কেন্দ্রীয় নেতা ডা. সিরাজুল ইসলাম, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. পারভেজ রেজা কাকন, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. আদনান হাসান মাসুদ, ডা. শফিউল্লাহ ঝিন্টু, ডা. সামিউল হাসান বাবু, ডা. মাসুদ আক্তার জীতু, ডা. আলমগীর হোসেন জনি, ডা. মো. জাফর ইকবাল, আবু নাসের, ডা. শামসুল আলম, ডা. আতিকুর রহমান সুজন, ডা. ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, সহ-দপ্তর সম্পাদক আবু নুর, মো. মাসুদ রানা, সহ-দপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ঈষাদ, সহ-দপ্তর সম্পাদক ডা. সফিকুল ইসলাম, ডা. গালিব হাসান, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. আমিরুল ইসলাম পাভেল এবং ডা. রেদওয়ান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান