ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
নবম পে-স্কেল: প্রস্তাবনা বিশ্লেষণে ব্যস্ত বেতন কমিশন
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসছেন তারা। সরকারের সাম্প্রতিক কঠোর অবস্থান এবং সচিবালয়ে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে কৌশলী অবস্থান নিয়েছেন কর্মচারী নেতারা। অন্যদিকে, জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) জানিয়েছে, তারা বিভিন্ন সংস্থার প্রস্তাবনা চুলচেরা বিশ্লেষণ করছে এবং চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে আরও সময় প্রয়োজন।
সোমবার (১৬ ডিসেম্বর) কমিশন সূত্রে জানা গেছে, কর্মচারীদের সাম্প্রতিক সমাবেশ বা আল্টিমেটামে বিচলিত নয় পে-কমিশন। কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কমিশন বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নে মনোযোগ দিয়েছে। প্রতিটি সংস্থা ও সংগঠনের প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
এদিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি পূরণ না হলেও এখনই রাজপথে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন না কর্মচারী নেতারা। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক জানান, সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। তাই তারা আলোচনার মাধ্যমে পে-স্কেলের দাবি আদায় করতে চান।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন জানান, তারা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন। আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ‘দাবি আদায় ঐক্য পরিষদ’র বৈঠকে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চাকরির বিধিমালা ও শৃঙ্খলা ভঙ্গ হয়—এমন কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ওয়ারেছ আলী।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়ণে গত জুলাই মাসে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যার মেয়াদ ছয় মাস।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল