ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
সব ষড়যন্ত্র রুখে দিয়ে ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণআন্দোলনের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি মন্তব্য করেন, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে এবং জনমনে ভীতি সঞ্চার করতেই পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সরকার যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচনের ভিত নড়বড়ে করাই তাদের উদ্দেশ্য। তবে সব ষড়যন্ত্র রুখে দিয়ে ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোটের মাধ্যমেই এই অপতৎপরতার জবাব দেবে।’
বিগত স্বৈরাচারী শাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘১৬ বছরের দুঃশাসনের যে পদচিহ্ন বা ফুটপ্রিন্ট রয়ে গেছে, তার কিছু নেতিবাচক প্রভাব বা আউটকাম এখন দেখা যাচ্ছে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে এমন হীন ও কাপুরোষিত চক্রান্ত মোকাবিলা করবে।’
আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার ও বিচার বিভাগের মধ্যে ভালো সমন্বয় রয়েছে, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।’ অজামিনযোগ্য মামলায় জামিন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারক চাইলে জামিন দিতে পারেন। তবে কাউকে আটক রাখলে এক পক্ষ সমালোচনা করে যে বিনা বিচারে রাখা হয়েছে, আবার জামিন দিলেও সমালোচনা হয়।’
এছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় বিকৃত তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল