ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও গণতন্ত্রের স্বপ্ন বৃথা যেতে দেব না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করলেও তাদের ত্যাগ ও আদর্শ মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব হয়নি। বুদ্ধিজীবীদের সেই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই বাণী প্রদান করেন তিনি।
বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘একাত্তরের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী দেশের প্রথম শ্রেণির শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করে জাতিকে মেধা-শূন্য করতে চেয়েছিল। তারা ভেবেছিল শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এ দেশ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু তাদের সেই অমানবিক পরিকল্পনা সফল হয়নি। বুদ্ধিজীবীদের রক্তে ভেজা এই দেশ আজও যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করার প্রেরণা জোগায়।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীরা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দীর্ঘ একদলীয় দুঃশাসনে সেই স্বপ্ন বারবার ব্যাহত হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো নানামুখী ষড়যন্ত্র ও ঝড়ঝাপ্টা মোকাবেলা করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক অধিকার হলো সর্বজনীন অধিকার। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা ভেদাভেদ ভুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।’
মির্জা ফখরুল শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন