ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক: গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশ। হাসপাতালটির পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ জানিয়েছেন, চিকিৎসার ফলাফল সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করতে হলে অন্তত ৭২ ঘণ্টা সময় প্রয়োজন।
শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. আরিফ মাহমুদ। তিনি জানান, ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্যন্ত্র সচল থাকলেও তার মস্তিষ্কের অবস্থা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এ কারণে এই মুহূর্তে তার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে পর্যবেক্ষণের সময় আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
ডা. আরিফ মাহমুদ বলেন, মস্তিষ্কের স্টেমে আঘাত লাগার কারণে হাদির চোখ স্থির অবস্থায় রয়েছে। তবে আশাব্যঞ্জক দিক হলো তার শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনও কার্যকর রয়েছে এবং সেগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস