ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

‘মতপার্থক্যের কারণে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বপ্ন যেন ব্যর্থ না হয়’

২০২৫ ডিসেম্বর ০৯ ১৭:০০:১৮

‘মতপার্থক্যের কারণে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বপ্ন যেন ব্যর্থ না হয়’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক দল ও শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে চব্বিশ জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বপ্ন যেন ব্যর্থ না হয়। তিনি উল্লেখ করেন, “এতগুলো তরুণ-তরুণী আত্মোৎসর্গ করেছে তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।”

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সভা আয়োজন করা হয়েছিল অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার প্রয়াত স্ত্রী উম্মে সালমা আলো রচিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে।

ফখরুল বলেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে সুসংহত করতে হলে সব রাজনৈতিক শক্তিকে একসাথে কাজ করতে হবে।”

সভায় তিনি ড. মাহবুব উল্লাহর স্মৃতিচারণকালে বলেন, “দেশের রাজনৈতিক ইতিহাস, কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা। তার প্রতিটি লেখায় সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্য প্রতিফলিত হয়েছে।”

ফখরুল ব্যক্তিগত স্মৃতির আলোকে জানান, ভাষা আন্দোলনের সময় এক বিশিষ্ট ভাষামতি ব্যক্তির সঙ্গে তাঁর অভিজ্ঞতা তাঁকে আজও প্রেরণা দেয়। তিনি ড. মাহবুব উল্লাহর পরিবারের সংগ্রাম, রাজনৈতিক চিন্তা, জাতীয় অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় তার অবদানের কথাও তুলে ধরেন।

মহাসচিব বলেন, “ভিশন ২০৩০ ঘোষণার সময় বিএনপির রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের খসড়া তৈরি করা হয়েছিল, যার মূল ভাবনা এসেছিল মাহবুব ভাইয়ের চিন্তা থেকে। দেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার অবদান কখনও অস্বীকার করা যাবে না। আমাদের স্বপ্ন হলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানুষের অধিকারনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।”

সভায় ক‌বি ও সম্পাদক আবদুল হাই শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত