ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
এমপিও ও বকেয়া ইস্যুতে ৫৮ শিক্ষক-কর্মচারীকে মন্ত্রণালয়ে তলব
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি, বকেয়া বেতন প্রদান এবং এমপিও বন্ধ বা ছাড়করণ সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে ৫৮ জন শিক্ষক ও কর্মচারীকে শুনানিতে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বর (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এই শুনানি অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, প্রভাষক, সহকারী শিক্ষক, সহকারী লাইব্রেরিয়ান এবং অফিস সহকারীদের এমপিও সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই শুনানির আয়োজন করা হয়েছে। শুনানিতে তাদের নিয়োগ সংক্রান্ত তথ্য ও যাবতীয় প্রমাণাদি যাচাই-বাছাই করা হবে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ৫৮ জনকে শুনানির দিন প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর করা আবেদন, বক্তব্যের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণাদি এবং কাগজপত্রের সূচিপত্র। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস