ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি চালু হবে: তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ০৮ ১৭:৫৯:৪৯

বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি চালু হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কৃষির উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ ও সেচ সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ফসলের ক্ষেতে সেচ নিশ্চিতের ব্যবস্থা করেছিলেন। এক জমিতে তিন ফসল ফলানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। বিএনপির আগামী দিনের পরিকল্পনায় কৃষি ও কৃষকের উন্নয়নের এই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”

বক্তব্যে তরুণদের প্রযুক্তিগত ও ভাষাগত জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, “প্রযুক্তির জ্ঞান থাকলে তরুণরা অনেক বেশি আয় করতে পারবে। এছাড়া ভাষাগত দক্ষতা থাকলে তাদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ আরও বাড়বে। বিএনপি তরুণদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করতে চায়।”

রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, প্রবাসে জনশক্তি রফতানি ও উপার্জনের পথ তৈরি করেছিলেন শহীদ জিয়াউর রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের স্বার্থরক্ষা এবং বিদেশে আরও দক্ষ ও ভালো মানের কর্মী পাঠানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি ইতিমধ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত