ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

কঠিন সময় আসছে, সতর্ক করলেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ০৮ ১০:২৪:০১

কঠিন সময় আসছে, সতর্ক করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশের সামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি যেমন রূপ নিচ্ছে, তাতে সামনে বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিএনপি ও দেশের জনগণের জন্য।

রোববার (৭ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির দিনব্যাপী আলোচনার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “গত ৫ আগস্টের পর থেকেই আমি বলে আসছি আমাদের সামনে ভালো সময় নেই। কঠিন সময় আমাদের জন্য অপেক্ষা করছে।”

বিভিন্ন মহলে নানামুখী ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি আরও বলেন, এসব মোকাবিলা করতে পারে শুধু দেশের জনগণ এবং বিএনপি। তিনি জোর দিয়ে বলেন, “এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র পথ—গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র।”

তিনি বলেন, জনগণের মতামত প্রতিষ্ঠা করা গেলে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব। তবে ষড়যন্ত্র প্রতিহত করা গেলেও সামনে যে কঠিন পথ পাড়ি দিতে হবে, তার কথাও তুলে ধরেন তিনি।

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই আলোচনায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সকালে দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। পরে ছাত্রদলের নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন উপস্থিত নেতারা, যা আলোচনা সভার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত