ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
দেশেই সুস্থ হতে পারেন খালেদা জিয়া, আশাবাদী মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন এবং বর্তমান অবস্থায় দেশে সঠিক চিকিৎসা অব্যাহত থাকলে উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। চিকিৎসকদের মতে, পরিস্থিতি এমনভাবে এগোচ্ছে যে বিদেশে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।
বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করে জানান, রোববার রাতের তুলনায় সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা কিছুটা ভালো। তিনি বলেন, “ম্যাডাম এখন আগের তুলনায় স্থিতিশীল। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তাঁর আগের গুরুতর অবস্থা থেকে এখন ধীরে ধীরে উন্নতি দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে হয়তো লন্ডনে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।”
চিকিৎসক জানান, সিটিস্ক্যান, ইসিজি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নতুন করে করা হয়েছে যার ফল ইতিবাচক এসেছে। তবে সিসিইউতে কতদিন থাকতে হবে তা নির্ভর করছে তাঁর শারীরিক উন্নতির গতির ওপর। দেশি–বিদেশি বিশেষজ্ঞরা সমন্বিতভাবে চিকিৎসা দিচ্ছেন। পুত্রবধূ ডা. জুবায়দা রহমান চিকিৎসা সমন্বয়ে নিবিড়ভাবে যুক্ত থেকে আরও কয়েকদিন ঢাকায় থাকবেন।
খালেদা জিয়া মাঝে মাঝে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলেও জানান এই চিকিৎসক। তাঁর ছোট ভাই, ভাবি ও দুই পুত্রবধূ নিয়মিতভাবে তাঁর কাছে রয়েছেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী রাতে বলেন, মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দিলেই তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন থাকবে। “প্রয়োজন হলে কাতার সরকার তৎক্ষণাৎ এয়ার অ্যাম্বুলেন্স দেবে এটি কোনো সমস্যা নয়,” বলেন তিনি। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই উন্নত চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ হবে।
চিকিৎসা বিষয়ক প্রতিটি সিদ্ধান্তই বোর্ডের মূল্যায়নের ওপর নির্ভর করছে এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আর পরিবার ও বিএনপি নেতারা আশাবাদী, সঠিক চিকিৎসায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং প্রয়োজন হলে বিদেশে নেওয়ার প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি