ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের প্রশিক্ষণের মান বাড়ানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০৫ ১৪:৫৪:১৪

ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের প্রশিক্ষণের মান বাড়ানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার ফারাবী: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ারদের জন্য সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মান ও সংখ্যা উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শুক্রবার সকালে রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে ‘ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার্স ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত ভলান্টিয়াররা নিঃস্বার্থভাবে জনগণের সেবায় অংশগ্রহণ করে চলেছেন। সাম্প্রতিক সময়ের ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা ও অন্যান্য বড় দুর্ঘটনায় তারা ফায়ারফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিজের ইচ্ছায় সেবা প্রদান করার জন্য তিনি ভলান্টিয়ারদের প্রশংসা করেন এবং বলেন, এই নিঃস্বার্থ কাজের প্রতিদান তারা ইহকালে ও পরকালেই পাবেন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর দেশের ৬২ হাজার ভলান্টিয়ার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। ইতোমধ্যেই ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ পেয়ে তারা অধিদপ্তরের গর্বিত সদস্য হিসেবে আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে একা বড় দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলা করা কঠিন। এখানে স্বেচ্ছাসেবকরা পেশাদার বাহিনীর সঙ্গে কাজ করে দুর্যোগ প্রশমনে অবদান রাখছেন। বিশেষ করে ভূমিকম্প, বন্যা ও অগ্নিদুর্ঘটনায় তাদের প্রশিক্ষণ ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় তিনি সাংবাদিকদের পুলিশ কমিশন অধ্যাদেশ রাজনীতিমুক্ত হবে কিনা- এই বিষয়ে বলেন, আইন জনগণের সেবার জন্য। পুলিশ কমিশনও জনগণ ও পুলিশের কল্যাণে সুপারিশ করবে এবং তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।

উপদেষ্টা পরে পূর্বাচল ট্রেনিং গ্রাউন্ডে স্বেচ্ছাসেবকদের প্রদর্শিত মহড়াও দেখেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত