ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

আইজিপি বাহারুল আলমকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২০২৫ ডিসেম্বর ০৪ ১৭:৩৮:৫৯

আইজিপি বাহারুল আলমকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান—যৌথভাবে এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান আইজিপিকে তার পদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নোটিশটি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিব বরাবর পাঠানো হয়েছে।

প্রতিবেদনে কী আছে?

সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ১৪৬ নম্বর পয়েন্টে দায়িত্ব পালনে ব্যর্থতা এবং তৎকালীন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে যে পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে, তাদের মধ্যে অন্যতম বর্তমান আইজিপি বাহারুল আলম। ওই সময়ে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপির দায়িত্বে ছিলেন।

কমিশনের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের ওই ঘটনার সময় এসবি প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন। এই স্পর্শকাতর তথ্য সামনে আসার পর থেকেই প্রশাসনের অন্দরমহলে তোলপাড় শুরু হয়েছে।

অন্য যাদের নাম এসেছে:

তদন্ত প্রতিবেদনে বাহারুল আলম ছাড়াও তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ, তৎকালীন ডিএমপি কমিশনার নাইম আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি (বর্তমানে পলাতক) মনিরুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। দীর্ঘ দেড় দশক পর গত বছরের (২০২৪) ২৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার ঘটনাটির সুষ্ঠু তদন্তে সাত সদস্যের এই কমিশন গঠন করে। গত ৩০ নভেম্বর কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ