ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
আগামী নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক: নির্বাহী বিভাগের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগের অবৈধ ঘোষণা এবং ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আবেদন করা হয়েছে, এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখা হোক।
বুধবার বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম রিটটি হাইকোর্টে দায়ের করেন। আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের জন্য নির্বাহী বিভাগের কর্মীদের দিয়ে নির্বাচন কমিশনের সচিবালয় ও নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আবেদনকারীরা যুক্তি দেন, বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনকেও স্বাধীনভাবে নিজস্ব কর্মী দল থাকা উচিত। তাই নির্বাচনের দায়িত্ব নির্বাহী বিভাগের কর্মীদের ন্যস্ত না করে নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল দিয়ে পরিচালনার জন্য ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের আবেদন করা হয়েছে।
সংবিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ কেবল সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে সংবিধান লঙ্ঘন করে নির্বাচনের দায়িত্ব প্রায়শই নির্বাহী বিভাগকে দেওয়া হয়। এতে সরকারের প্রভাব নির্বাচনের ওপর পড়ার সম্ভাবনা থাকে এবং বিতর্কের সৃষ্টি হয়। বর্তমান পরিস্থিতিতে নির্বাহী বিভাগের আস্থা, গ্রহণযোগ্যতা ও দায়িত্ববোধ প্রশ্নবিদ্ধ হওয়ায় অনেকে বিশ্বাস করতে পারছেন না যে তাদের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বলেন, “সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই ডিসিদের সঙ্গে নির্বাচনের বিষয়ে আলোচনা করছেন এবং তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে যদি আবারও নির্বাহী বিভাগের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়, তাহলে এটি প্রভাবিত ও অনিরপেক্ষ হবে। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা উচিত এবং নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ করা প্রয়োজন। অন্যথায় নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব নয়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল