ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
আগামী নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক: নির্বাহী বিভাগের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগের অবৈধ ঘোষণা এবং ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আবেদন করা হয়েছে, এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখা হোক।
বুধবার বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম রিটটি হাইকোর্টে দায়ের করেন। আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের জন্য নির্বাহী বিভাগের কর্মীদের দিয়ে নির্বাচন কমিশনের সচিবালয় ও নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আবেদনকারীরা যুক্তি দেন, বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনকেও স্বাধীনভাবে নিজস্ব কর্মী দল থাকা উচিত। তাই নির্বাচনের দায়িত্ব নির্বাহী বিভাগের কর্মীদের ন্যস্ত না করে নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল দিয়ে পরিচালনার জন্য ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের আবেদন করা হয়েছে।
সংবিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ কেবল সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে সংবিধান লঙ্ঘন করে নির্বাচনের দায়িত্ব প্রায়শই নির্বাহী বিভাগকে দেওয়া হয়। এতে সরকারের প্রভাব নির্বাচনের ওপর পড়ার সম্ভাবনা থাকে এবং বিতর্কের সৃষ্টি হয়। বর্তমান পরিস্থিতিতে নির্বাহী বিভাগের আস্থা, গ্রহণযোগ্যতা ও দায়িত্ববোধ প্রশ্নবিদ্ধ হওয়ায় অনেকে বিশ্বাস করতে পারছেন না যে তাদের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বলেন, “সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই ডিসিদের সঙ্গে নির্বাচনের বিষয়ে আলোচনা করছেন এবং তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে যদি আবারও নির্বাহী বিভাগের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়, তাহলে এটি প্রভাবিত ও অনিরপেক্ষ হবে। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা উচিত এবং নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ করা প্রয়োজন। অন্যথায় নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব নয়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন