ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

১০ ডিসেম্বরের মধ্যে ওমরাহ যাত্রীদের তথ্য জমা দেওয়ার নির্দেশ

২০২৫ ডিসেম্বর ০২ ২৩:২২:৫৮

১০ ডিসেম্বরের মধ্যে ওমরাহ যাত্রীদের তথ্য জমা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ১৪৪৭ হিজরি (২০২৫-২৬) সনের ওমরাহ যাত্রীদের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে অনুমোদিত সব ওমরাহ এজেন্সির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ অনুযায়ী, ওমরাহ যাত্রীদের সৌদি আরবে পাঠানোর আগেই তাদের তথ্য নির্ধারিত ছকে (ফরম-৬) ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ হজ অফিসে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনুমোদিত এজেন্সিগুলো এই শর্ত মেনে তথ্য প্রেরণ করছে না বলে অভিযোগ রয়েছে।

এমতাবস্থায়, ১৪৪৭ হিজরিতে হজে পাঠানো যাত্রীদের তথ্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ছক মোতাবেক মন্ত্রণালয় ও জেদ্দার কাউন্সেলর (হজ) অফিসে পাঠানোর জন্য এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত