ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

আজানের পর মাগরিব পড়ার উপযুক্ত সময় কতটুকু?

২০২৫ ডিসেম্বর ০২ ১৭:৫৫:০৫

আজানের পর মাগরিব পড়ার উপযুক্ত সময় কতটুকু?

ডুয়া ডেস্ক: সূর্যাস্তের পর অযথা বিলম্ব না করে দ্রুত মাগরিবের নামাজ আদায় করা মুস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) এবং তাঁর সাহাবাদের আমল থেকেও মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নামাজ পড়ার নির্দেশনা স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

সহিহ বুখারির একটি বর্ণনায় সালামা (রা.) বলেন, সূর্য অস্ত যেতেই তারা নবী করীম (সা.)-এর সাথে মাগরিবের নামাজ আদায় করতেন। একইভাবে, সাহাবি রাফে ইবনে খাদীজ (রা.) জানান, তারা নবীজি (সা.)-এর সঙ্গে মাগরিব পড়ে নামাজ শেষে বের হলে তখনও তীর নিক্ষেপের স্থান দেখা যেত—অর্থাৎ অন্ধকার নামেনি।

হাদিস বিশারদ আল্লামা আইনী (রহ.) ব্যাখ্যা করেন, এসব বর্ণনা থেকে প্রমাণিত হয় যে রাসুল (সা.) সূর্যাস্তের পর দেরি না করে মাগরিব আদায় করতেন এবং এত আগে পড়তেন যে আশপাশ তখনও আলোকিত থাকত। হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, মাগরিবের নামাজ ওয়াক্ত শুরুর সঙ্গে সঙ্গেই আদায় করা উত্তম যাতে আলো থাকতে থাকতে নামাজ শেষ করা যায়।

ফকীহদের মতে, ওয়াক্তের শুরুতেই মাগরিব আদায় করা সুন্নত ও মুস্তাহাব। তবে সূর্যাস্তের পর নামাজের প্রস্তুতির প্রয়োজনীয় সময়টুকু বিলম্ব করা অনুত্তম নয়। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.) মত দিয়েছেন যে ১০ মিনিট পর্যন্ত বিলম্ব করলে মাকরূহ হবে না। সে সময়ের বেশি—অর্থাৎ আকাশে তারকারাজি স্পষ্টভাবে দেখা দেওয়ার আগে পর্যন্ত বিলম্ব করা মাকরূহ তানযীহী, আর তারকারাজি অধিক পরিমাণে প্রকাশ পেলে তত দেরি করা মাকরূহ তাহরীমী।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত