ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে পৌঁছেছে বিদেশি মেডিকেল টিম

২০২৫ ডিসেম্বর ০১ ১৬:২০:৩২

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে পৌঁছেছে বিদেশি মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম আজ সোমবার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ২টা ৫০ মিনিটে মেডিকেল টিম হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করেন এবং কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে নিয়োজিত দেশি ও বিদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন।

মেডিকেল বোর্ডের এক সংবাদে জানানো হয়েছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত অত্যন্ত জরুরি। সূত্র আরও জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকদের বেশিরভাগই চীনা নাগরিক।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। আজ সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।”

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে বলেন, তিনি সিসিইউতে রয়েছেন এবং আগের মতোই চিকিৎসা অব্যাহত রয়েছে। রিজভী বলেন, “যে যাই বলুক, কেউ বিভ্রান্ত না হোক। গতকাল পর্যন্ত যে শারীরিক অবস্থায় ছিলেন, আজও তেমনই আছেন। যদিও গুরুতর অসুস্থ, তবুও চিকিৎসা চলছে।”

তিনি আরও সতর্ক করেছেন, “নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেয়। আমি যা বলেছি, সেটাই খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা।”

উল্লেখ্য, ৮১ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবরও তিনি এ হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছিলেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত