ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
ইমরান খানের মৃ'ত্যু নিয়ে যে তথ্য দিল পিটিআই
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার পিটিআই সিনেটর খুররম জিশান জানান, সাবেক প্রধানমন্ত্রী জীবিত আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক অবস্থায় রয়েছেন।
খুররম জিশান আরও বলেন, ইমরান খানকে পাকিস্তান ত্যাগ করতে বাধ্য করার জন্য কারাগারে একটি নির্জন কক্ষে রাখা হয়েছে। তিনি ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে সরকারের ভয় ও আশঙ্কা রয়েছে, এজন্য তাকে ছবি বা ভিডিও প্রকাশের অনুমতি দেওয়া হচ্ছে না।
সাম্প্রতিক সপ্তাহে আফগানিস্তানের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে দাবি করা হয়েছিল, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। তবে আদালতের আদেশ থাকা সত্ত্বেও গত এক মাস ধরে ইমরান খানের সঙ্গে তার তিন বোনের সাক্ষাৎ না দেওয়ায় দেশটির রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর হত্যার গুজব ছড়িয়ে পড়ে।
খুররম জিশান বলেন, ‘‘এটি অত্যন্ত দুঃখজনক। প্রায় এক মাস ধরে তাকে একা রাখা হয়েছে এবং তার পরিবার, আইনজীবী ও পিটিআই-এর জ্যেষ্ঠ নেতাদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। মনে হচ্ছে তাকে কিছু করতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।’’
তিনি নিশ্চিত করেন, গত কয়েক দিনে প্রমাণিত হয়েছে যে ইমরান খান জীবিত এবং আদিয়ালা কারাগারে আটক আছেন। তিনি ভালো আছেন।
পিটিআই সিনেটরের বক্তব্য অনুযায়ী, পাকিস্তান সরকার তাকে দেশ ছেড়ে বিদেশে নীরব থাকার প্রস্তাব দিয়েছে। খুররম জিশান বলেন, ‘‘তারা ইমরান খানের সঙ্গে সমঝোতা করতে চাইছে, তাকে বিদেশে চলে গিয়ে শান্ত থাকার সুযোগ দিতে চাইছে। কিন্তু ইমরান খান কখনও এটি মেনে নেবেন না।’’
এছাড়া তিনি মন্তব্য করেন, কারাবাসের মধ্যেও ইমরান খানের প্রভাব ক্রমশ বাড়ছে। পাকিস্তানের তরুণদের মধ্যে তার দল পিটিআই-এর শক্ত অবস্থান রয়েছে এবং তাঁর ভাবধারা প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ছে।
গুজবের পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে জিশান বলেন, ‘‘বর্তমান ক্ষমতাসীনরা ভীত। একটি সামান্য ছবি প্রকাশও জনসমর্থনের উত্থান ঘটাতে পারে।’’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি