ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

গুগলকে মিসইনফরমেশন সরানোর অনুরোধ নিয়ে সরকারের ব্যাখ্যা

২০২৫ নভেম্বর ২৮ ২৩:২৩:৪৫

গুগলকে মিসইনফরমেশন সরানোর অনুরোধ নিয়ে সরকারের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: গুগলকে কনটেন্ট সরানোর অনুরোধের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে সরকার জানিয়েছে, রাজনৈতিক সমালোচনা বা সংবাদপত্রের প্রতিবেদন সরাতে নয়, বরং মিসইনফরমেশন, প্রোপাগান্ডা এবং চরিত্রহননমূলক কনটেন্ট রোধেই গুগলকে অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে বিগত সরকারের মতো কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না। বিটিআরসি বা এনটিএমসির কনটেন্ট সরিয়ে ফেলার সরাসরি ক্ষমতা নেই, তাই গুগল বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে নিয়ম মেনে রিপোর্ট করতে হয়।

সরকার দাবি করেছে, গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে বাংলাদেশ থেকে মোট ২৭৯টি অনুরোধ গেছে। যা আওয়ামী লীগ সরকারের আমলের (জুন-ডিসেম্বর ২০২২) ৮৬৭টি অনুরোধের তিন ভাগের এক ভাগেরও কম। এছাড়া ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর সময়ে অনুরোধের সংখ্যা ছিল মাত্র ১৫৩টি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গুগল তাদের রিপোর্টে ‘মিসইনফরমেশন’ বা ‘প্রোপাগান্ডা’র জন্য আলাদা ক্যাটাগরি না রাখায়, এসব অনুরোধকে ‘সরকারের সমালোচনা’ ক্যাটাগরিতে দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে, প্রতিবেশী দেশ থেকে আসা অপপ্রচার, সাইবার স্পেসে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসবাদে উসকানি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং অনলাইন জুয়া বন্ধেই এসব অনুরোধ করা হয়েছে।

সরকার আরও জানায়, আন্তর্জাতিক সূচকেও বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতার অগ্রগতি হয়েছে। ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ রিপোর্টে বাংলাদেশের স্কোর ৪০ থেকে বেড়ে ৪৫ হয়েছে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। সরকারের বক্তব্য না নিয়ে খণ্ডিত সংবাদ প্রকাশে হতাশা ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ